মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অফিসের উদ্দ্যোগে মুজিব শতবর্ষে মেহেরপুর জেলার সরকারি শিশু পরিবার (বালক ও বালিকা) এর নিবাসীদের সমাজের মূল স্রোতধারায় আনয়নের লক্ষ্যে ভ্রামমাণ লাইব্রেরির সদস্য কার্ড এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলের দিকে মেহেরপুর সরকারি শিশু পরিবার মিলনায়তনে ভ্রামমাণ লাইব্রেরির সদস্য কার্ড এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মুনসুর আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভ্রামমাণ লাইব্রেরির সদস্য কার্ড এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার সুজন সরকার, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, প্রফেসর হাসানুজ্জামান মালেক।
বক্তব্য রাখেন মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী।