মেহেরপুর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) তে কোরিয়ান ভাষা এবং সেভ মটর ড্রাইভিং এবং ব্যাসিক মেইনটেন্যান্স কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম সোমবার (১৭ জুলাই) দুপুরের দিকে টিটিসি ভবনে এই কোর্সের অনুষ্ঠানিক উদ্বোধন করেন।
টিটিসির অধ্যক্ষ মো: আরিফুল হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিভিল ইন্সট্রেক্টর শিখা খানম, কম্পিউটার ইন্সট্রেক্টর আলামিন হোসেন, ইলেক্ট্রনিক ইন্সট্রেক্টর মাসুদ পারভেজ, ইলিকট্রিক্যাল ইন্সট্রেক্টর সোহেল রানা, গার্মেন্টস ইন্সট্রেক্টর আনিছুর রহমান, চালক ইন্সট্রেক্টর সাজিবুল ইসলাম, জাপানী ভাষা প্রশিক্ষক আল ইমরান, কোরিয়ান ভাষা প্রশিক্ষক শফিকুল আলম প্রমুখ।