মেহেরপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নতুন ভবন নির্মাণ কাজে ম্যানুয়াল পাইলিং বন্ধের দাবি জানিয়েছেন পৌরসভার ৮নং ওয়ার্ডের এলাকাবাসী।
পাইলিং বন্ধের দাবিতে মেহেরপুর পৌর মেয়র বরাবর আবেদন জানিয়েছেন ভুক্তভোগীরা।
এবিষয়ে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, আমাদের বাড়ির পাশে প্রাচীর সংলগ্ন মেহেরপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে অবস্থিত। এই প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণের জন্য ম্যানুয়াল পাইলিং এর কাজ করা হচ্ছে। অত্র এলাকায় অবস্থিত পূর্বের ইট সিমেন্ট দিয়ে বাড়ী নির্মাণ করা হয়েছে। বাড়ির পাশেই ম্যানুয়াল পাইলিং এর কারণে সমস্ত ঘরবাড়ি কম্পনের সৃষ্টি হচ্ছে এতে আমাদের বাড়িঘরের অপূরণীয় ক্ষতির আশংকা তৈরী হচ্ছে। তাই ভুক্তভোগীদের বাড়িঘর ক্ষতির হাত থেকে বাচাতে ম্যানুয়াল পাইলিং বাদ দিয়ে নির্মাণ কাজে হাইড্রোলিক হ্যামার ব্যবহার করার অনুরোধ জানান।
জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাহিদুল করিম বলেন, ম্যানুয়াল পাইলিং এর কারণে আশেপাশের ৫০ ফিট দূরত্ব পর্যন্ত সাধারণ বাড়িঘরের ক্ষতি হয় এ কথা সত্য। ক্ষতির কথা চিন্তা করেই আমরা ১২ ফিট টপ সার্ফেস গভীর করে কাজ করছি যে কারণে ৭৫℅ ভাইব্রেশান কম হবে।
ভবন নির্মাণের শিডিউলে ম্যানুয়াল পাইলিং এর কথা উল্লেখ আছে যার ব্যয় ধরা হয়েছে ৭ লক্ষ টাকা কিন্তু আমরা যদি এই কাজে হাইড্রোলিক হেমার ব্যবহার করি তাতে ব্যয় হবে ৩৩ লক্ষ টাকা। এ বিষয়ে আমরা উর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করেছি। সরকারের উন্নয়নমূলক কাজে দেশের কোন নাগরিক ক্ষতিগ্রস্ত হোক তা আমরা চাইনা।
এবিষয়ে আগামীকাল রবিবার সংশ্লিষ্ট সকলে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। এর পরেও যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমরা তার ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করবো।