মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ শাওন আলী হোসেন (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশের একটি দল। শুক্রবার দুপুরে ৫ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়।
আটক শাওন আলী দারিয়াপুর ঘোষপাড়া পাড়ার খোকন আলীর ছেলে।
মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি জুলফিকার আলী জানান, গোপন সূত্রে খবর পেয়ে মুজিবনগর উপজেলার দারিয়াপুর এলাকায় এস আই (নি:) রুবেল আহমেদ এর নেতৃত্বে এএসআই (নি:) হেলাল উদ্দীন ও এএসআই (নি:) ইব্রাহিম বিশ্বাস সহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে শাওন আলীকে হোসেনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে মুজিবনগর থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। তার বিরুদ্ধে আরও একটি মাদকের মামলা বিচারাধীন আছে।