মেহেরপুর থিয়েটারের গৌরবের ২৫ বছর পূর্তিতে রজত জয়ন্তী উপলক্ষে সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গতকাল শুক্রবার সন্ধ্যায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেহেরপুর থিয়েটারের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রফিকুল ইসলাম।
এ সময় মেহেরপুর থিয়েটারের গৌরবের ২৫ বছর পূর্তিতে রজত জয়ন্তী উপলক্ষে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির ঘোষণা করা হয়।
মেহেরপুর থিয়েটারের সভাপতি হিসেবে প্রফেসর হাসানুজ্জামান মালেক, সহ-সভাপতি পল্লব ভট্টাচার্য, সহ-সভাপতি হিসেবে আলী রেজা বিচু, সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মিনারুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতানা রাজিয়া, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রাজিব, অর্থ সম্পাদক মাহবুবুর রহমান বাবু, দপ্তর সম্পাদক জাহিদুল হক কাবরান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ফৌজিয়া আফরোজ তুলি, নাট্য সম্পাদক মহিদুল ইসলাম, সংগীত বিষয়ক সম্পাদক এম সাইদুর রহমান, নিত্য বিষয়ক সম্পাদক সাব্বির হোসেন সোহাগ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনা পারভীন, কার্যনির্বাহী সদস্য আবুল হাসনাত দিপু, কার্যনির্বাহী সদস্য জানে আলম, কার্যনির্বাহী সদস্য মকলেচুর রহমান খোকন, কার্যনির্বাহী সদস্য আব্দুল মান্নান, কার্যনির্বাহী সদস্য আসাবুল ইসলাম কার্যনির্বাহী সদস্য রোকসনা আরার নাম ঘোষণা করা হয় এবং তাদের ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এরপর মোমবাতির প্রজ্জলন ও কেক কেটে মেহেরপুর থিয়েটারের গৌরবের ২৫ বছর পূর্তি উদযাপন করা হয়।