মুজিব বর্ষ উপলক্ষ্যে তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ প্রেমের নানা বিষয় তুলে ধরে মেহেরপুরে পল্লী বিদ্যুত সমিতির প্রধান কার্যালয়ে মুজিব কর্ণারের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে পল্লী বিদ্যুত সমিতি প্রাঙ্গণে মুজিব কর্ণারের উদ্বোধন করেন আর ইবির পরিচালক প্রশাসন মোঃ মুকুল হোসেন। মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার নুর মোহাম্মদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,
মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতি বোর্ডের সভাপতি জিনারুল বিশ^াস, সচিব তুষার আহম্মেদ ও এজিএস প্রশাসন সৈয়দ আমানুর রহমানসহ মেহেরপুর-চুয়াডাঙ্গার বিভিন্ন পরিচালক ও কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। মুজিব বর্ষ উপলক্ষ্যে পল্লী বিদ্যুত সমিতির কার্যালয়ে সেবা গ্রহীতাদের প্রবেশ পথে বঙ্গ বন্ধু কর্ণার দেখতে পায় এ জন্য কার্যালয়ের মূল ফটকের পাশের একটি হল ঘরে বঙ্গ বন্ধু কর্ণারের মাধ্যমে মুক্তিযুদ্ধ
ও বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বিভিন্ন চিত্র স্থাপন করা হয়। বছর জুড়ে সাধারণ মানুষের জন্য এ মুজিব কর্ণার খোলা থাকবে। কর্ণারে স্থান পেয়েছে বঙ্গ বন্ধুর জীবনী নিয়ে লেখা প্রায় দুই শতাধিক বিভিন্ন বই ও দুই শতাধিক বিভিন্ন অনুষ্ঠানের ছবি ।