মেহেরপুর পৌরসভার তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পের আওতায় পৌরসভার অনুমোদিত বিভিন্ন বস্তিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরের দিকে মেহেরপুর পৌরসভার উদ্যোগে পৌর এলাকার হঠাৎ পাড়া সহ বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর শিউলি আক্তার, বস্তি উন্নয়ন কর্মকর্তা জাহিদুর রহমান,যুবলীগ নেতা ইউনুস আলী সাজেদুর রহমান সাজু সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।