ব্যাংকের অর্থঋণের ও পারিবারিক আইনে দায়ের করা দুটি মামলায় মেহেরপুর ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনিরুল ইসলামকে গ্রেফতার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ।
রবিবার (১৮ সেপ্টেম্বর) সকালের দিকে মেহেরপুর সদর থানা পুলিশের এসআই জিল্লুর রহমান ও এএসআই শাকিল খান গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
কাউন্সিলর মনিরুল ইসলাম মেহেরপুর শহরের পুরাতন পোষ্ট অফিসপাড়া এলাকার মৃত আইন উদ্দীনের ছেলে। জনতা ব্যাংক মেহেরপুর ব্রাঞ্চের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানায়।
জনতা ব্যাংক মেহেরপুর ব্রাঞ্চের ব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম জানান, ব্যাংকের এই শাখা থেকে মেহেরপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মনিরুল ইসলাম ২০ লাখ টাকা ঋণ নেন। সেই ঋণ তিনি পরিশোধ না করায় তার নামে আদালতে মামলা করা হয়েছে।
মনিরুল ইসলামের নামে আদালতের পরোয়ানাভূক্ত অর্থজারি সিআর মামলা নং ১/১৫ এবং পারিজারি মামলা নং ৯৭/১৯।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, দুটি মামলায় আদালতের পরোয়ানা পেয়ে মনিরুল ইসলামকে গ্রেফতার করে রবিবার বিকালের আদালতে প্রেরণ করা হয়েছে।