মেহেরপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের পানির লাইন স্থাপন কাজ এর উদ্বোধন করেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।
বৃহস্পতিবার দুপুরে ৯ নম্বর ওয়ার্ড কাস্টম অফিসের সামনে এ পানির লাইন স্থাপনের কাজের উদ্বোধন করা হয়
এ সময় জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, ৯ নম্বর ওয়ার্ডবাসীর অনেকদিনের প্রতীক্ষিত দাবি ছিলো ২ ইঞ্চি থেকে ৪ ইঞ্চি পানির লাইন স্থাপনের। সামনের সপ্তাহেতেই পাবলিক লাইব্রেরি মোড় থেকে লালটুর মোড় পর্যন্ত রাস্তার কাজ শুরু হবে। তিনি আরো বলেন পৌরসভার ভেতরের যে কাজগুলো পড়ে আছে সে কাজগুলো অতি শীঘ্রই সম্পূর্ণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার কার্য সহকারি মনিরুল ইসলাম, পানি সুপার হাবিবুর রহমান , চন্দন ও ৯ নম্বর ওয়ার্ড এলাকাবাসী।