মেহেরপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী মাহফুজুর রহমান রিটন নৌকা প্রতীক এবং স্বতন্ত্র মেয়র প্রার্থী মোতাছিম বিল্লাহ মতু’র নারিকেল গাছ প্রতিক পেয়েছেন।
মেহেরপুর পৌরসভা, সদর উপজেলার আমঝুপি, পিরোজপুর, নবগঠিত বারাদী ও শ্যামপুর ইউনিয়নের নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।
আজ শুক্রবার (২৭ মে) সকাল ১১ টার সময় মেহেরপুর নির্বাচন অফিস থেকে রিটার্নিং অফিসার পৌরসভার মেয়র,কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান, সাধারণ সদস্য(মেম্বর) ও সংরক্ষিত নারী সদস্যদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।
আগামী ১৫ জুন মেহেরপুর পৌরসভাসহ ৪ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
মেহেরপুর জেলা নির্বাচন অফিসার আবু আনাচ এ তথ্য নিশ্চিত করেছেন।