মেহেরপুর প্রতিদিনের ডেস্ক স্টাফ আশরাফুজ্জামান তুষার অসুস্থজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
আজ মঙ্গলবার দুপুর ১২ টার সময় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। তিনি সার্কিট হাউস পাড়ার জমসেদ আলীর ছেলে।
অসুস্থতার কারণে গত ১৫ জানুয়ারি থেকে তিনি ছুটিতে ছিলেন। তার মৃত্যুতে মেহেরপুর প্রতিদিন পরিবার গভীর ভাবে শোকাহত এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদন জ্ঞাপন করছে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৭ বছর। তিনি স্ত্রী, বাবা-মা ও এক ভাইসহ বহু গুনাগ্রহী রেখে গেছেন।