মেহেরপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি রশিদ হাসান খান আলো (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ সোমবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে তিনি পণ্ডের ঘাট এলাকার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে তিনি জটিল রোগে ভুগছিলেন।
তিনি মৃত এডভোকেট আব্দুল হামিদ খানের মেজ ছেলে ও মেহেরপুর প্রতিদিনের নিজস্ব প্রতিনিধি সাকিব হাসান রুদ্র’র চাচা ।
তিনি দৈনিক মেহেরপুরের সম্পাদক ছিলেন।
মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল মঙ্গলবার সকাল দশটার সময় পন্ডের ঘাট জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা অনুষ্ঠিত হবে।
পরে তার মরদেহ নেওয়া হবে মেহেরপুর প্রেস ক্লাবে। সেখানে তাকে সহকর্মীরা শেষ শ্রদ্ধা নিবেদন করবেন।
এদিকে, সাংবাদিক রশিদ হাসান খান আলোর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মেহেরপুর প্রতিদিনের প্রকাশক এম এ এস ইমন, সম্পাদক ইয়াদুল মোমিন , ব্যবস্থাপনা সম্পাদক মাহাবুব চান্দু, বার্তা সম্পাদক জুলফিকার আলী কানন, ডেস্ক ইনচার্জ আসিফ ইকবাল শুভসহ মেহেরপুর প্রতিদিন পরিবারের সাথে যুক্ত সকল সদস্য।