মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে ৪২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন।
গতকাল সোমবার রাত সাড়ে ৭ টার দিকে মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এইসকল মনোনয়নপত্র জমা করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ আব্দুস সালাম, সদস্য মাহবুবুল হক মন্টু ও মাহাবুব চান্দু মনোনয়নপত্র গ্রহণ করেন।
মনোনয়ন পত্র দাখিলের সভাপতি পদের প্রার্থীরা হলেন মো: মনিরুজ্জামান দিপু ও আবু ইউসুফ মিরন, সিনিয়র সহ-সভাপতি পদের মোহাম্মদ মোস্তাফিজুর রহমান টোটন ও বাবলু রহমান, সহ-সভাপতি পদে মোঃ শাহিন মল্লিক ও রায়হান কবির, সাধারণ সম্পাদক পদে মোঃ মেহেদী হাসান মিলন, সোহেল আহম্মেদ ও শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক পদে মোঃ ইবনে সাদাত তুষার ও তাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে আলমগীর বাদশা শিল্টন ও মানিক হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ শাহিনুল ইসলাম শাহীন ও সামসুল আযম লিল্টু, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ কামাল হোসেন ও সাহেদুজ্জামান রিপন, দপ্তর সম্পাদক পদে মোঃ শফিউল আলম শিল্টু ও আব্দুস সালাম, প্রচার সম্পাদক পদে মোঃ সাইদুর রহমান সাঈদ ও এস. এ খান শিল্টু, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ জিয়ারুল ইসলাম ও মোঃ সুজন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ রকিবুজ্জামান জনি ও ইমাদুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক পদে মোঃ হারুন অর রশিদ হিরা ও আব্দুল লতিফ, সাংস্কৃতিক ও নাট্য সম্পাদক পদে মোঃ রেমিম ও এমদাদুল ইসলাম, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক পদে মোহাম্মদ সাদেকুজ্জামান খান ও মাকসুদুর রহমান রুমন, প্রহরা বিষয়ক সম্পাদক পদে মোঃ আজগর আলী সুমন মনোনয়নপত্র দাখিল করেছেন।
এছাড়াও সদস্য পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন মোহাম্মদ মিজানুর রহমান মিল্টন, মোঃ রাকিব হোসেন, মোঃ হামিদুল ইসলাম, মোঃ ওবাইদুল ইসলাম, রাজন আহম্মেদ, মোঃ জয়নাল আবেদীন, মোঃ হামিদুল ইসলাম, মোঃ আব্দুল জব্বার, মোঃ নাজমুল ইসলাম ও মোঃ রবিউল ইসলাম।
নির্বাচন পরিচালনা কমিটির সূত্রে জানা গেছে,
ঘোষিত তফসিল অনুযায়ী ১৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই ও ১৯ জানুয়ারি প্রত্যাহারের শেষ দিন। পরে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে এবং প্রতীক বরাদ্দ করে নির্ধারিত তারিখে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।