মেহেরপুর বিআরটিএ- তে মোটরসাইকেলের লাইসেন্সের জন্য ঘুষ গ্রহণের সময় সুমন নামের এক দালালকে হাতেনাতে আটক করে এক মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আটক সুমন মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গ্রামের হানিফের ছেলে।
গতকাল রবিবার দুপুরে মেহেরপুর বিআরটিএ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সুমন নামের এক যুবককে এক মাসের জেল দেয় ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আরাফাত হোসেন।
জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার কালাচাঁদপুর গ্রামের দাউদ আলিফ ছেলে ইউসুফ আলী মোটর সাইকেলের কাগজপত্র করার জন্য কয়েকদিন ধরে বিআরটিএ- তে ঘোরাঘুরির একপর্যায়ে কাগজপত্র ঠিক করতে না পেরে নিরাশ হচ্ছিল।
তখন দালাল সুমন তাকে বলে দুই হাজার টাকা দিলে কাজ করে দেব।
বিষয়টি ইফসুফ জেলা প্রশাসক মো: আতাউল গনিকে অবহিত করেন। পরে ওই টাকার নমুনা রেখে ইউসুফ সুমনকে ২ হাজার টাকা প্রদান করেন।
এর পরপরই সহকারি কমিশনার এম এম আরাফাত হোসেন ঘুষ গ্রহণকারী সুমনকে হাতেনাতে আটক করেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দন্ডবিধির ১৮৬০ এর ৭১(৬) ধারায় এক মাস কারাদন্ড দেন।
-নিজস্ব প্রতিনিধি