মেহেরপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির কোষাধক্ষ ও কামাল হার্ডওয়ারের মালিক কামাল হোসেনের উপর সস্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
মুখে মুখোশ পরা সন্ত্রাসী তার পিঠে খুর দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
শনিবার দিবাগত রাতে মেহেরপুর বড় বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
পরে বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সহ বেশ কয়েকজন তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে কামাল হোসেন বলেন, প্রতিদিনের মত শনিবার রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের কাজকর্ম সেরে বাড়ি ফিরছিলাম।
বড় বাজার সরকারি কলেজের প্রাথমিক বিদ্যালয়ের পৌছালে পিছন থেকে অজ্ঞাত একজন আমাকে খুর দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে।
-নিজস্ব প্রতিনিধি