গতকাল শুক্রবার দুপুরের দিকে মেহেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড মল্লিক পাড়া ড্রেন সহ রাস্তা উদ্বোধনের আয়োজন করা হয়।
উদ্বোধন কালে মেহেরপুর পৌরসভার মেয়র ও মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন বলেন মেহেরপুর পৌরসভা ৭ নম্বর ওয়ার্ড মল্লিক পাড়া এলাকায় বৃষ্টি হলে এক হাঁটু পরিমাণ পানি জমে যেত রাস্তার উপর যার ফলে এই মহল্লাতে চলাচলের অযোগ্য হয়ে পড়তো। মানুষের দীর্ঘদিনের দাবি এবং আমরা এই টেন্ডারটা করতে সক্ষম হয়েছি।