জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে মেহেরপুর সদর উপজেলা রাজনগর গ্রামে সুখরঞ্জন ও বকুল রানী সরকার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে রাজনগর স্কুল মাঠে উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উইপি সদস্য আরমান আলী।
প্রধান অতিথি ছিলেন এআরবি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান। খেলাটির উদ্বোধক ও সার্বিক সহযোগীতায় ছিলেন সুধাংশু মোহন সরকার। উদ্বোধনী খেলায় অংশগ্রহন করে ভগিরাপুর ফুটবল একাদশ বনাম গোপালপুর ফুটবল একাদশ। এ খেলায় ১৬টি দল অংশ গ্রহন করে।
৬০ মিনিটের খেলায় টান টান উত্তেজনায় ০১-০ গোলে জয়ী হয়ে ভগিরাতপুর একাদশ বিজীয় হয়। ম্যান অব দা ম্যাচ ও সেরা গোলদাতা নির্বাচিত হয় ভগিরাতপুর ফুটবল একাদশ দলের সাজু সহ তিন জনকে প্রাইজবন্ড দিয়ে পুরস্কৃত করা হয়। খেলাটি পরিচালনা করেন জহির উদ্দিন, ইমাদুল ইসলাম, হাসিবুল ইসলাম।
এসময় খেলা পরিচালনা কমিটির সহ সভাপতি মুক্তি মিয়া, খাকছার আলী, সাধারন সম্পাদক রবিউল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক কামরুল ইসলাম কালু, কোষাধ্যক্ষ কুরবান আলী, সদস্য সুমন সরকার, সাবদার আলী, মামুনুর রশিদ, জাসুদ আলী সহ খেলা দেখতে আসা হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করেন।