মেহেরপুর শহরের মাঠপাড়াতে আভিযান চালিয়ে ৩ গ্রাম হেরোইনসহ লিখন হোসেন (৩৫) নামের এক হেরোইন বিক্রেতাকে আটক করেছে সদর থানা পুলিশ। আটক লিখন মিয়া শহরের ৪ নং ওয়ার্ড মাঠপাড়া এলাকার ইলিয়াস হোসেনের ছেলে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) এসআই (নি:) সুমন মিয়ার নেতৃত্বে এস আই মিঠুুন কুমার বিশ্বাস সহ সঙ্গীয় ফোর্স মেহেরপুর পৌরসভার মাঠপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন। এসময় তার কাছ থেকে ৩ গ্রাম হেরোইন উদ্ধার করেন।
সদর থানার ওসি জুলফিকার আলী জানান, আটক লিখন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আজ বুধবার (২২ জুন) সকালের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজে প্রেরণ করা হবে।