মেহেরপুর শহরের ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধায় ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে মেহেরপুর কাথুলি বাসস্ট্যান্ড মোড়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সর্বসম্মতিতক্রমে জাহাঙ্গীর বিশ্বাস কে সভাপতি ও আবু জাহিদ মোহাম্মদ তারিক কে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষনা করা হয়।
৩নং ভারপ্রাপ্ত সভাপতি আ. রাজ্জাক এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অ্যা. ইব্রাহীম শাহিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ইকবাল হোসেন বুলবুল, কোষাধক্ষ্য সিরাজুল ইসলাম, শহর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ বিন হারুন জুয়েল, সদস্য আব্দুল্লাহ আল মামুন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর জাফর ইকবাল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাবেক ছাত্রনেতা রাহিনুজ্জামান পোলেন।
:নিজস্ব প্রতিনিধি