মেহেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্রাংকলরি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
আজ রবিবার (৩১জুলাই) দুপুরে সংগঠনটির মিলনায়তনে ত্রি-বার্ষিক নির্বাচনী তফসিল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রাহিনুরজামান পলেন।
তফসিলে আগামী ২ আগস্ট ভোটার তালিকা আপত্তি দাখিল, ৩ আগস্ট ভোটার তালিকা আপত্তি নিষ্পত্তি, ৪ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ৫ আগস্ট মনোনয়নপত্র বিক্রি শুরু ৬ আগস্ট মনোনয়নপত্র জমা, ৭ আগস্ট মনোনয়নপত্র বাছাই, ৮ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, ৯ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ওই দিনই প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ, ২০ আগস্ট শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এমদাদুল হক ও আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।