মেহেরপুর সদরে মুক্তিযুদ্ধ যাচাই-বাছাই সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমীতে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ যাচাই-বাছাই কমিটির সভাপতি আতাউল হাকিম লাল মিয়া।
বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার ও মুক্তিযুদ্ধ যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব মাসুদুল আলম, সদস্য সিরাজুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা অব. ক্যাপ. আব্দুল মালেক, মুক্তিযোদ্ধা আবুল কাসেম, চাঁদ আলী, আজগর আলী, আব্দুল হালিম, হুমায়ন কবির, উমেদিন, ইদ্রিস আলী, আহাদ আলী, হায়দার আলী, মাহতাব আলী প্রমুখ।
মেহেরপুর সদর উপজেলা পরিষদের হল রুমে আগামী ৫ তারিখ কুতুবপুর ইউনিয়ন, ৬ তারিখ বুড়িপোতা ইউনিয়ন, ৭ তারিখ আমঝুপি ইউনিয়ন, ৮ তারিখ আমদহ ইউনিয়ন, ৯ তারিখ পিরোজপুর ইউনিয়ন ও ১১ থেকে ১৩ তারিখ পর্যন্ত পৌরনভার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই করা হবে।
-নিজস্ব প্রতিনিধি