মেহেরপুর সদর উপজেলার করোনা মোকাবেলায় জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সদর উপজেলায় করোনা মোকাবেলায় জন সচেতনতা ও সামাজিক দুরত্ব নিশ্চিত করা প্রসঙ্গে আলোচনা করা হয়।
সেই সাথে সাধারণ জনগনের মাঝে উপজেলা পরিষদের উদ্যোগে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান বিতরণের সিদ্ধান্ত নেওয়া।
এসময় উপস্থিত সদরের ৫টি ইউনিয়নে স্থানীয় সরকার বিভাগের বরাদ্ধ থেকে সাবান তুলে দেওয়া হয়। যা সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হবে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম।
বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম, লতিফুন নেছা লতা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.অলোক কুমার।
উপজেলার সকল কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন এ সময় উপস্থিত ছিলেন।
মেপ্র/এমএফআর