মেহেরপুর সদর উপজেলায় এ বছর বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজে সুযোগ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১১টায় মেহেরপুর সদর উপজেলা কনফারেন্স রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আঞ্জুমান আরা এবং সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম।
এ সময় কৃতি শিক্ষার্থীরা সংবর্ধনা গ্রহণ করেন এবং অনুষ্ঠানে অন্যান্য শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।