মেহেরপুর সদর উপজেলা শ্রমিক লীগের আহবায়ক কমিটি গঠন

জাতীয় শ্রমিক লীগ মেহেরপুর সদর উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সাইদুর রহমান সাঈদ কে আহ্বায়ক, এমদাদুল হক স্বপন, আক্তারুজ্জামান চঞ্চল, নাজমুল হাসান বাবু, ও আলী কদর কে যুগ্ম আহ্বায়ক এবং মাসুনুজ্জামান মাসুদ কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

মঙ্গলবার রাতে দিকে হাসপাতাল সড়কে জেলা শ্রমিক লীগের অফিস কার্যালয়ে জেলা শ্রমিক লীগের আহ্বায়ক ইকবাল কবীর রনজু ও সদস্য সচিব রাশেদুজ্জামান রাশেদ লতিফ যৌথ সাক্ষরে এই কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, আব্দুল খালেক, আব্দুর রাজ্জাক, মহিদুল ইসলাম মহিদ, খোদা বক্স, সিয়াম আলী, সাহাবুল ইসলাম, মিয়ারুল ইসলাম, কামরুল ইসলাম, রশিদুল ইসলাম, মিয়ারুল ইসলাম, মুকুল, হাসান, রাসেল, মাহমুদা আকতার সুমী, আইজুদ্দিন।

জাতীয় শ্রমিক লীগের গঠনতন্ত্র মোতাবেক তৃণমূলের সংগঠনকে সুসংগঠিত করার লক্ষে পূর্বের কমিটি বিলুপ্ত করে আগামী ৩ মাসের জন্য এই আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।