মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত ওসি হিসেবে চার্জে দেওয়া হয়েছে একই থানায় কর্মরত তদন্ত অফিসার জুলফিকার আলীকে।
শাহ দারা খানকে বদলি করে দেওয়ায় থানায় একই থানায় কর্মরত তদন্ত অফিসার দ্বিতীয় প্রধানকে এ দায়ীত্ব দেওয়া হয়। মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কোনো থানার ওসি বা কর্মকর্তা বদলী হলে সাথে সাথে সেই অফিসের দ্বিতীয় প্রধানকেই সাময়িক চার্জ দেওয়া হয়।
উল্লেখ্য, মঙ্গলবার বিকালে বাংলাদেশ নির্বাচন কমিশন তাকে বদলির আদেশ দেন। নির্বাচন কমিশনের নির্বাচন প্রশাসন শাখার উপসচীব (চলতি দায়ীত্ব) মিজানুর রহমান স্বাক্ষরিত ১৭.০০.০০০০.০৩৫.১২.০২১.২০ (অংশ-২)-১৮৮ স্বারকে তাকে শাহ দারা খানকে বদলীর আদেশ কার্যকর করতে বাংলাদেশ পুলিশের মহাপুলিশ পরিদর্শককে পত্র দেন।
নির্বাচনে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে মেহেরপুর পৌরসভার আওয়ামী লীগ প্রার্থীসহ ও ৮ কাউন্সিলর প্রার্থী মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খানের বিরুদ্ধে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনের নিকট অভিযোগ করেন।