মেহেরপুর সদর থানা পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভূক্ত ৪ আসামী গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে আদালতের পরোয়ানাভূক্ত জিআর মামলার ৩ জন ও সিআর মামলার ১ জন আসামী রয়েছে।
এরা হলেন, আদালতের পরোয়ানাভূক্ত জিআর মামলা ৯৪/১৯ মামলার আসামী মেহেরপুর সদর উপজেলার আমদহ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মানিক হোসেন, ৪২৩/২০ মামলার আসামী শ্যামপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে আলাউদ্দীন, ১৯৫/২২ মামলার আসামী দক্ষিণ শালিকা গ্রামের সাহাবুদ্দীনের ছেলে মিঠু হোসেন ও সিআর ১৭২/২২ মামলার আসামী কাঁঠালপোতা গ্রামের মুনছুর আলীর ছেলে লেকছার আলী।
সোমবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে আজ মঙ্গলবার (২ আগষ্ট) ভোররাত পর্যন্ত উপজেলার পৃথক গ্রামে অভিযান চালিয়ে আদালতের পরোয়ানাভূক্ত এসব আসামী গ্রেফতার করা হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত ওসি মেজবাহ উদ্দীন আহম্মেদের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) অরুক কুমার, এএসআই শাকিল, এএসআই মাহবুব, এএসআই মাসুদ, এএসআই শাহাজামাল, এএসআই ইব্রাহিমসহ সঙ্গীয় ফোর্স গ্রেফতার অভিযানে অংশ নেন।
সদর থানার ভারপ্রাপ্ত ওসি মেজবাহ উদ্দীন আহম্মেদ জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।