মেহেরপুর সমবায় ব্যাংক লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
মেহেরপুর সমবায় ব্যাংকের ২০২২-২০২৫ সালের জন্য সভাপতি হিসেবে নুরুল ইসলাম, সহসভাপতি অ্যাডভোকেট কাজী শহিদুল হক, মেহেরপুর সদর ও মুজিবনগর থানার পরিচালক মো: আলী কদর মন্টু ও গাংনী থানার পরিচালক এসএম ফয়েজ প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
এর আগে মেহেরপুর সমবায় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাপতি, ও ২ জন সদস্য পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় মো: নুরুল ইসলাম সভাপতি, মো: আলী কদর মন্টু মেহেরপুর সদর ও মুজিবনগর থানার পরিচালক ও এসএম ফয়েজ গাংনী থানার পরিচালক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
আজ শনিবার (২ জুলাই) অনুষ্ঠিত ভোটের নির্ধারিত দিনে অ্যাডভোকেট কাজী শহিদুল হক (মাছ প্রতীক) ও মো: তোজাম্মেল হক (মই প্রতীক) সহ-সভাপতি পদের দুই জন প্রার্থীর মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে দুজনে প্রার্থীই ৮ টি করে সমান ভোট পাওয়ায় প্রবীণ প্রার্থী মো: তোজাম্মেল হক নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাডভোকেট কাজী শহিদুল হককে বিজয়ী ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানান।
পরে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও গাংনী উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক মন্টু ফলাফল ঘোষণা করেন। এসময় নির্বাচন পরিচালনার সদস্য, সাইফুর রহমানx মো: জামিয়ে আলমসহ বিজয়ী প্রার্থীরা উপস্থিত ছিলেন।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও গাংনী উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক মন্টু বলেন, মেহেরপুর সমবায় ব্যাংক লিঃ এর বর্তমানে ৩৫ টি নিবন্ধীত সমবায় সমিতির লিমিটেডের মধ্যে ১৬ টি সমিতির বৈধ ব্যবস্থাপনা কমিটি আছে।
সহ সভাপতি পদে দুজন প্রার্থী থাকায় ব্যালটের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করা হয়। সকাল ১১ টা থেকে বেলা ২ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
পরে ব্যাংক মিলনায়তনে প্রার্থীরা একে অপরকে মিষ্টি মুখ করান ও ফুলের মালা দিয়ে বরণ করে নেন।