মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে নতুন ২০ শিক্ষকের যোগদান

মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে ২০ জন নতুন শিক্ষক যোগদান করেছেন। আজ সোমবার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে তারা যোগদান করেন। বিশাল সংখ্যক শিক্ষক যোগদানের কারণে বিদ্যালয়ের শূন্যপদ প্রায় পুরণ হলো। নতুন যোগদানকৃত শিক্ষকরা হলেন।

শারিরীক শিক্ষায় মোঃ সাদ্দাম হোসেন, উজ্জ্বল কুমার মন্ডল, চারুকলায় স্নেহাংশু শেখর সম্রাট, অনুপ কুমার কুর্মকার, বাংলায় নওয়াব শরীফ, সুমাইয়া বিনতে আশরাফ, মোঃ রাকিবুল ইসলাম, বাংলা মোঃ তারিক আজিজ, তারিকুল মুহায়মিন, জীববিজ্ঞানে মোঃ ওমর ফারুক, মোঃ জসিম উদ্দীন, মোঃ মাহফিজুর রহমান, জগন্নাথ কুমার, সামাজিক বিজ্ঞানে মো: রোকনুজ্জামান, ব্যবসায় শিক্ষায় মো: নাজমুল হাসান, গণিতে মোঃ ফয়সাল রেজা, মো: আমজাদ হোসেন, ইংরেজিতে মো: আরিফুল ইসলাম, মোঃ আলী হোসাইন এবং ভূগোলে মো: শামীম রেজা।