আদিব হোসেন ওরফে আসিফ করিমকে সভাপতি ও কুতুব উদ্দিন আহমেদ কে সাধারণ সম্পাদক করে মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি অনুমোদন দিয়েছে জেলা ছাত্রলীগ।
রবিবার রাতে মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাধন ও সাধারণ সম্পাদক মোন্তাসির জামান মৃদুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
আগামি এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এদিকে কমিটি অনুমোদনের পরপরই ফেসবুকে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন।
-নিজস্ব প্রতিনিধি