মেহেরপুর সরকারি মহিলা কলেজে বর্ষবরণ উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ৯ ঘটিকার সময় মেহেরপুর সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে শিক্ষক ছাত্র-ছাত্রী সকলে মিলে বাঙালির ইতিহাস ঐতিহ্য নিয়ে আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ উদযাপিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মহোদয়ের স্বাগত বক্তব্যর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এবং আজকে বাঙালির শত বছরের ইতিহাস হতে ফুটিয়ে তুলতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেজেছেন নানা সাজে। তবে এ সাজ বাঙালির ইতিহাস ঐতিহ্যের নিদর্শন স্বরূপ করেছেন শাড়ি।
এবং এবং শিক্ষার্থীদের গান কবিতা এবং পহেলা বৈশাখ কে ঘিরে বিভিন্ন নিত্য পরিদর্শন করে দিনটি উদযাপন করেন।
এ সময় মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সহ সকল প্রফেসর কর্মচারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।