মেহেরপুর শহরের লর্ড মার্কেট এলাকায় শনিবার সকাল থেকে দুপুর পযন্ত অভিযান চালানো হয়।মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলাম, বগুড়া সেনানিবাস ৪০ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের ক্যাপ্টেন আরমান সহ সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা অভিযান অংশগ্রহণ করেন।
সরকারি নির্দেশ অমান্য করে অযথা বাইরে ঘোরাফেরা দায়ে ২ জনের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো মহিদুল ইসলামের নেতৃত্বে মেহেরপুর শহরের কোট এলাকায় সরকারী আইন অমান্য করে রাস্তায় ঘোরাফেরা করার দায়ে মোট ২টি মামলা দায়ের করা হয়। মেহেরপুর শহরের লর্ড মার্কেট এলাকায় বিনা কারণে বাড়ির বাইরে অবস্থান করায় ২ টি মামলা দায়ের করা হয়।এ সময় ওই ২ ব্যক্তির নিকট থেকে ২শ টাকা জরিমানা আদায় করা হয়।।
করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেহেরপুর জেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ প্রচার অভিযান চালিয়েছে ।শনিবার দুপুরের দিকে মেহেরপুর শহর রলর্ড মার্কেট এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় সেনাবাহিনীর সদস্যরা রাস্তায় অযথা ঘোরাফেরা কারিদের বাইরে বের না হওয়ার জন্য আহ্বান জানান।