মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৫টি আইসিইউ এবং ৫টি এইচডিইউবেড প্রদান করেছে সাজেদা ফাউন্ডেশন নামের বেসরকারী সংস্থা।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন সাজেদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহেদা ফিজা কবির, পুলিশ সুপার রাফিউল আলম, সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভু রাম পাল।
বক্তব্য দেন মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন।
মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায় ডা. রফিকুল ইসলাম জানান, ইতিমধ্যে এইচডিইউবেড স্থাপন কাজ শুরু হয়েছে। খুব দ্রুত তারা এই বেডগুলো স্থাপন করার প্রক্রিয়ায় রয়েছে। এর ফলে মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা অধিকতর উন্নত দেওয়া সম্ভব হবে।