আরপিও’র ১৯৭২ এর ১৪ অনুচ্ছেদের কয়েকটি ধারা অনুযায়ী মেহেরপুর-১ আসনে ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ এবং তিন প্রার্থীর মনোনয় বাতিল করা হয়েছে।
রবিবার সকাল ১০ টা থেকে দুপুুর ১ টা পর্যন্ত মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম হাসানের সম্মেলন কক্ষে মনোননয়ন যাচাই বাছাই শেষে এ তথ্য জানানো হয়েছে।
মেহেরপুর-১ আসনের বাতিল প্রার্থীরা হলেন- মেহেরপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. মিয়াজান আলী, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম, জাতীয় পার্টির (জেপি) মওলাদ আলী খান।
এদের মধ্যে অ্যাড. ইয়ারুল ইসলাম আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ায় বাতিল হয়েছে। অ্যাড মিয়াজান আলী ফৌজদারী মামলার তথ্য গোপন, সমর্থনকারীদের স্বাক্ষর জাল করাসহ প্রবাসে বসবাসকারীদের সমর্থন দেখানোতে বাতিল এবং জাতীয় পার্টি (জেপি) প্রার্থী মওলাদ আলী খান ভুল তথ্য প্রদান করা সহ নিজের প্রার্থীতার প্রস্তাবকারী ও সমর্থনকারী নেজেকেই দেখানোতে তার মনোনয়ন বাতিল করা হয়েছে।
বৈধ প্রার্থীরা হলেন আওয়ামীলীগ প্রার্থী ফরহাদ হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য ও দুইবারের সাবেক এমপি স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নান, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও সাবেক এমপি জয়নাল আবেদীন, জাতীয় পার্টির আব্দুল হামিদ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট প্রার্থী বাবুল জাম, জাকের পার্টির সাইদুল আলম, এনপিপির তরিকুল ইসলাম লিটন।
মনোনয়ন বাতিল হওয়া অন্যান প্রার্থীরা কোনরূপ প্রতিক্রিয়া না জানালেও মেহেরপুর-১ আসনের জাতীয় পার্টির জেপি) প্রার্থী মওলাদ আলী খান আপিল করবেন বলে জানিয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম হাসান জানান, যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা সংক্ষূব্ধ হলে আপিল করতে পারবেন।