দর্শনা পৌরসভা উপ-নিবার্চনের মেয়র প্রার্থী আব্দুল কাদের ও অপুর হামলা ও মারপিট করেছে আওয়ামীলীগ নেতা এমএ ফয়সাল। এ হামলায় বাংলাদেশ জামায়াত ইসলামের সাবেক দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান ও দর্শনা পৌরসভার মেয়র প্রার্থী আব্দুল কাদের (৫৮) ও সফর সঙ্গী আমির ও সাবেক কাউন্সিলার সাহিকুল আলম অপু (৪০) আহত হয়।
গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে দর্শনা পৌরসভার উপ নির্বাচনের মেয়র প্রার্থী আব্দুল কাদের দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে দর্শনা রামনগর গ্রামে নির্বাচনী গণ-সংযোগ করতে যায়।
এসময় রামনগর গ্রামের আওয়ামী লীগ নেতা ও তার সাঙ্গপঙ্গরা তাদের উপর অতর্কিত ভাবে হামলা চালায়। এতে মেয়র প্রার্থী আব্দুল কাদের সহ সঙ্গী দর্শনা পৌর সভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাহিকুল আলম অপু আহত হয়।
এ বিষয়ে মেয়র প্রার্থী আব্দুল কাদের বলেন, দর্শনা রামনগর মোড়ে চায়ের দোকানে চা খেয়ে মসজিদের দিকে নামাজ পড়ার উদ্যেশ্যে যাচ্ছিলাম। এমন সময় দর্শনা পৌরসভার ৬ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ ফয়সাল ও তার ভাই ফলেহার হঠাৎ করে এসে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে লাথি মারে এবং অপুকে কিল-ঘুষি মারতে থাকে এবং বাশেঁর লাঠি দিয়ে মারতে আসে এ সময় আশে পাশের লোকজন আমাদেরকে রক্ষা করে। এরপর আমরা চলে আসি। আমার বা পায়ে মারাত্মক চোট পেয়েছি। আপরদিকে অপুর বা চোঁখের কোনে চোট লেগে ফুলে গেছে।
এ বিয়ষ এমএ ফয়সাল জানান, মসজিদে গিয়ে আওয়ামীলীগের বিরুদ্ধে নানা অপ-প্রচার করছিল। এ কারণে ধাক্কা-ধাক্কি দিয়ে গ্রাম থেকে বের করে দিয়েছি। দর্শনা পৌরসভা উপ-নিবার্চনের প্রচার প্রচারনা শুরু হতে না হতেই এর উপর হামলা ও মারপিটের ঘটনায় সুস্থ্য নিবার্চন অনুষ্ঠিত হওয়া নিয়ে সাধারণ ভোটাদের মধ্যে নানা প্রশ্ন উঠেছে।
এ বিষয় উপজেলা নিবার্হী অফিসার রোকসানা মিতার নিকট প্রার্থীদের নিরাপত্তার বিষয় জানতে চাইলে তিনি জানান, বিষয়টি জানি না। জানার পর আমি দেখবো।