বোনটা যে মোর খুব অসুস্থ
দোয়া সবার চাই,
দোয়া ছাড়া এখন যে আর
কোনো উপায় নাই।
বলি আমি প্রভুর কাছে
ছেড়ে চোখের জল,
জলদি করে পাই যেনো ভাই
সবার দোয়ার ফল।
বোনের শোকে আমার যেনো
বন্ধ হচ্ছে শ্বাস,
মালিক যদি দয়া করে
দেখান বাঁচার আশ।
তবেই আমি শান্তি পাবো
পাবো মনে সুখ,
এছাড়া যে দূর হবে না
আমার মনের দুখ।
মালিক তুমি কবুল করো
ওগো মোদের রব,
তোমার হাতেই জীবন মরণ
তোমার হাতেই সব।
ভাগনা ভাগনির খুশি তুমি
দাও ফিরিয়ে দাও,
দয়া করে দোয়া আমার
কবুল করে নাও।
তুমি বিনে কে আছে আর
ওগো মালিক সাঁই,
আপুকে মোর সুস্থ করো
দোয়া আমি চাই।