আখচাষী বাঁচাও, শ্রমিক বাঁচাও, মিল বাঁচাও, হটাও দালাল, বাঁচাও মিল, মুজিব বর্ষের এই অঙ্গীকার নিয়ে ৯ ডিসেম্বর গতকাল বুধবার সকাল ১০টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মোবারকগঞ্জ চিনিকলের আখচাষী ও শ্রমিক কর্মচারীরা বিক্ষোভ মিছিল করেছে। সেই সাথে দুই ঘন্টা কর্মবিরতি পালন শেষে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুর্বনা রানী সাহার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি ও খোলা চিঠি প্রদান করেছে।
জানাগেছে গত ৫ই ডিসেম্বর ২০২০ শনিবার ঢাকা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন বাংলাদেশ চিনিকল আখ চাষী ও শ্রমিক-কর্মচারী ফেডারেশনের নৃতৃবৃন্দ। উক্ত সংবাদ সম্মেলনে ৫ দফা দাবিতে জানানো হয় এ আন্দোলন কর্মসূচি।
শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের আইন-দরকষাকষি সম্পাদক গোলাম রসুল জানান, ৫ দফা দাবির অংশ হিসেবে প্রধানমন্ত্রী বরাবর খোলা চিঠির ও স্মারকপত্রের মাধ্যমে ৬ টি চিনিকল বন্ধ না রেখে ১৫ টি চিনিকলই চালু রাখার আহব্বান জানান। তিনি আরও জানান আমাদের দাবি না মানলে আগামীতে আরও বৃহত্ত কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি দেওয়া শেষে উপজেলা প্রাঙ্গণে মোচিক প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল।
উপস্থিত ছিলেন মোচিক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, মোচিক আখচাষী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মন্টু, সহ-সভাপতি ফজের আলী, সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক সাহেব আলী, সদস্য পিকু রহমান, কৃষক জহুর আলী, আক্কাস আলী, বাবুর আলী যুবলীগ নেতা কবির হোসাইন, শ্রমিক নেতৃবৃন্দ আখ চাষী ও শ্রমিক কর্মচারী বৃন্দরা ।