অ্যাপল সম্প্রতি প্রোটোনের মতো একটি টুল চালু করছে। তারা তাদের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার কনফারেন্সে বেশকিছু চমৎকার ঘোষণা দিয়েছে। তারমধ্যে এই ঘোষণাটি গেমারদের জন্য বেশ চমৎকার। তাদের প্রোটোনের মতো টুল ডিরেক্ট-এক্স এর মাধ্যমে উইন্ডোজের গেম সহজেই ম্যাকবুকে চালু করতে সাহায্য করবে।
স্ট্রিম ডেক আর প্রোটনের মতো গেম পোর্টিং টুলকিট তারা বানিয়েছে। ক্রসওভার থেকে তারা সোর্স কোড নিয়ে টুলকিট তৈরি করেছে। উইন্ডোজ গেম ট্রান্সলেট করে তা দ্রুত ম্যাকে চালানোর সুবিধা করে দিবে এই টুলকিট।
উইন্ডোজের ৮৬ বিটনির্ভর সাপোর্ট আর উইন্ডোজ এপিআই এর মাধ্যমে এমনটি সম্ভব। কোনো পোর্টিং বা মোডিফিকেশন ছাড়াই গেম রান করা যাবে। গেমারদের জন্য এটি এক বড় খবর তো বটেই।