যক্ষ্মা ভালো হয়৷ তবে সেজন্য একটি নিয়মবদ্ধ জীবন-যাপনে আসতে হবে। সঠিক মেডিকেশন নিতে হবে। যক্ষ্মায় এখনো অনেকে আক্রান্ত হন। তাদের অনেকে কিছু ভুল ধারণা পান। যক্ষ্মা সম্পর্কে এই ভুল তথ্যের বিষয়ে জানাচ্ছেন বক্ষব্যধি বিশেষজ্ঞ ডা. মো. জহিরুল ইসলাম।
শুধু ফুসফুসেই হয় যক্ষ্মা
যক্ষ্মা বক্ষব্যধি। এর সংক্রমণ হয় ফুসফুসে৷ এমনটিই তো জানেন অনেকে। আসলে না। যক্ষ্মার জীবাণু মস্তিষ্ক, ত্বক, লিভার, কিডনি এমনকি হাড়েও সংক্রমণ ছড়াতে পারে। শরীরের অন্য প্রত্যঙ্গে যক্ষ্মা ছড়ালে একটি সুবিধা মিলে। সেটি হলো অন্যের শরীরে ছড়ায় না। তাই যক্ষ্মাও সবসময় ছোঁয়াচে নয়।
যক্ষ্মা জীনবাহিত রোগ
যক্ষ্মা কোনো জীনবাহিত রোগ নয়। কিছু রোগ সম্পর্কে আমাদের অনেক ভুল ধারণা আছে। যক্ষ্মা তার একটি। অনেকে ভাবেন এটি জীনবাহিত রোগ৷ ব্যাকটেরিয়ার মাধ্যমে এ রোগ সংক্রমিত হয়। তাই যক্ষ্মা ছোঁয়াচে কিন্তু বাবা-মার হলে সন্তানের হবেই এমন ভাবা বোকামি।
বিসিজি টিকা সংক্রমণ ঠেকানোর নিশ্চয়তা দেয়
মোটেও নয়। বিসিজি টিকা শুধু সংক্রমণের হার কমায়৷ তবে বিসিজি টিকা দেয়ার পরও যক্ষ্মা হতে পারে।
ধূমপান যক্ষ্মার কারণ
ধূমপানের ফলে যক্ষ্মা হতে পারে। এ আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। তবে ধূমপান যক্ষ্মার কারণ নয়৷ যক্ষ্মার কারণগুলো এজন্যই জানা জরুরি।
সূত্র: ইত্তেফাক