ঘোড়সওয়ারি ছোট্ট মনি
লাল ঘোড়ার পিটে,
লাল পোশাকে ছোট্ট মনি
ঘোরায় গিয়ে উঠে।
লাগাম টেনে ছোট্ট মনি
চাবুক মারে গায়,
কদম তুলে ছোটে ঘোড়া
টগবগিয়ে পায়।
লাল পোশাকে ছোট্ট মনি
সাজে পরীর বেশে,
ছোট্ট মনির ইচ্ছে জাগে
যাবে পরীর দেশে।
ঘোড়সওয়ারি ছোট্ট মনি
যাবে অনেক দূর,
আদৌ পাবে পরীর দেখা
সে তো অচিনপুর।