মেহেরপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড হালদার পাড়ায় রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ক্ষমতার শির্ষে থেকে যারা মেহেরপুর পৌরসভার উন্নয়নকে বাধাগ্রস্ত করছেন তাদেরকে ধিক্কার জানাই। উন্নয়ন কাজে যে সকল সমস্যা হচ্ছিল সেগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানানো হয়েছে। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে দায়িত্ব নিয়েছেন মেহেরপুর পৌরসভার উন্নয়নের। ‘
বুধবার ১৩ সেপ্টেম্বর দুপুরে মেহেরপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হালদার পাড়ায় রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন। প্রায় ৯০ লক্ষ টাকা ব্যয়ে ২ নম্বর ওয়ার্ডের হালদার পাড়ায় ৩৫৩ মিটার রাস্তা ও ড্রেনের নির্মান কাজের উদ্বোধন করা হয়।
এ সময় মেয়র আরো বলেন, ‘সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। জনগণের এক একটি ভোটের মাধ্যমেই কাউন্সিলর, মেয়র, চেয়ারম্যান ও এমপি নির্বাচিত হয়। যারা পৌরসভার উন্নয়নে একটি ইটও দেয়নি বরং উন্নয়নগ্রস্ত করেছে ভোট চাইতে আসলে অবশ্যই আপনারা তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবেন।’
এ সময় সেখানে উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড কাউন্সিলর আল মামুন, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাদশা, যুবলীগ নেতা ইয়ানুচ আলী, ছাত্রলীগ নেতা মাসুদ রানা প্রমুখ।