যুক্তরাষ্ট্রে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক আনুষ্ঠানিকভাবে বন্ধ হতে যাচ্ছে। এর আগে আইনপ্রণেতারা অ্যাপটি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিলেও পরিচালনাকারী প্রতিষ্ঠান এ সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে। তবে সর্বশেষ রায়ে সুপ্রিম কোর্ট অ্যাপটি নিষিদ্ধের পক্ষে থাকা পূর্ববর্তী রায় বহাল রেখেছে। খবর রয়টার্সের।
সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, টিকটক যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এ কারণে অ্যাপটি নিষিদ্ধ করা বাকস্বাধীনতা লঙ্ঘন বলে গণ্য হবে না।
রায়ের পর টিকটক এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন যদি কোনো বিশেষ পদক্ষেপ না নেন, তবে আগামী রোববার থেকে যুক্তরাষ্ট্রে টিকটক কার্যক্রম বন্ধ হয়ে যাবে।
এর আগে, ২০২৪ সালের এপ্রিলে মার্কিন আইনপ্রণেতারা টিকটক সম্পর্কিত একটি আইন পাস করেন। এতে অ্যাপটিকে চীনা প্যারেন্ট কোম্পানি বাইটড্যান্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার শর্ত দেওয়া হয়। তবে এই শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ১৯ জানুয়ারি ২০২৫ থেকে টিকটক নিষিদ্ধের সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে।
বর্তমানে টিকটকের ভবিষ্যৎ নির্ভর করছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর। এর আগে তিনি টিকটককে সচল রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রে টিকটকের প্রায় ১৭ কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছে।
টিকটক নিষিদ্ধ হওয়ার খবরে দেশটির ব্যবহারকারীরা ইতোমধ্যেই নতুন প্ল্যাটফর্মের সন্ধান শুরু করেছেন।
সূত্র: ইত্তেফাক