শিশুরা সাধারণত খেলতে ভালোবাসে। তবে সব খেলনা দিয়ে খেলা শিশুর জন্য নিরাপদ নয়। কিছু খেলনা রয়েছে শিশুর জন্য বিপদ ডেকে আনতে পারে।
কিছু খেলনা রয়েছে যা শিশুর জন্য নিরাপদ ও জ্ঞান উদ্দীপিত করে। ঝুমঝুমি ও বিভিন্ন আকার ও রঙবেরঙের খেলনা তাদের দৃষ্টির বিকাশ করে।
তবে কিছু খেলনা বা পণ্য আছে, যেগুলো শিশুদের জন্য বিপজ্জনক। তাই বিপজ্জনক খেলনাগুলো শিশুর হাতের নাগালের বাইরে রাখতে হবে।
আসুন জেনে নিই যেসব খেলনা শিশুদের জন্য বিপজ্জনক-
১. কিছু ছোট খেলনা আছে, যা ব্যাটারি দ্বারা চালিত। এই ধরনের খেলনা শিশুরা পছন্দ করলেও ঘটনাক্রমে কোনো খেলনা গ্রাস করে শিশুর শ্বাসরোধ হতে পারে।
২. তাড়াতাড়ি দাঁড়াতে ও হাঁটা শেখাতে বেবি ওয়াকার অনেকে।কিন্তু বেবি ওয়াকার দেখতে যতটা সহজ মনে হয়, সেটি ততটা নিরাপদ নয়। কারণ বেবি ওয়াকার দ্বারাও শিশু আঘাত পেতে পারে।
৩. খেলনার কোনো ছোট অংশ কোনো বাচ্চার নাক বা মুখের ভেতরে আটকে যেতে পারে। গাড়ির যন্ত্রাংশ বা পুতুলের বিভিন্ন অংশ থেকে শিশুকে দূরে রাখুন।
৪. ক্রিব বাম্পার শিশুর জন্য খুবই আরামদায়ক ও সুরক্ষিত। তবে এই নরম প্যাডগুলো শিশুর জন্য অনিরাপদ ও এটি শ্বাসরোধের কারণ।
৫. ঘুমানোর ধরন মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের মতে, ঘুমের অবস্থান শিশুর পক্ষে ক্ষতিকারক হতে পারে, যা শ্বাসরোধ ও মৃত্যুর কারণ হতে পারে। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রগুলো দেখিয়েছে যে, ১৯৯৭ সাল থেকে কমপক্ষে ১৩টি শিশু ঘুমন্ত অবস্থায় মারা গেছে।
শিশুর জন্য নিরাপদ খেলনা
১. ১.৭৫ ইঞ্চি ব্যাসের কম হলে সেই খেলনা কেনা এড়িয়ে চলুন।
২. ব্যাটারিচালিত খেলনা এড়িয়ে চলুন।
৩. লম্বা হ্যান্ডেলসহ খেলনাগুলো কিনবেন না।
৪. ক্রিব টয়েজ ব্যবহার করা এড়িয়ে চলুন।
তথ্যসূত্র: বোল্ডস্কাই