টি-টোয়েন্টি লিগ মানেই ব্যাটসম্যানের হুঙ্কার। বোলারদের তুলোধোনা করে বল বাউন্ডারির বাইরে পাঠানো। আর প্রেক্ষাপট যদি আইপিএল হয় তো ব্যাটসম্যান আরও বিধ্বংসী হয়ে ওঠেন।
সেই লক্ষ্যেই আবুধাবিতে ব্যাটে শান দিচ্ছেন ‘হিটম্যান’খ্যাত ভারত দলের ওপেনার রোহিত শর্মা। বরাবরের মতো এবারও মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক তিনি।
বুধবার আবুধাবিতে অনুশীলনে যে কাণ্ড করলেন রোহিত তা প্রতিপক্ষ বোলারদের যে ঘুম হারাম করেছে, সেটি নির্দ্বিধায় বলা যায়।
ছক্কা মেরে স্টেডিয়ামের বাইরের রাস্তায় চলন্ত বাসের ওপর বল ফেললেন রোহিত। অবিশ্বাস্য মনে হলেও ভিডিও তাই বলছে।
মুম্বাই ইন্ডিয়ান্স সেই ভিডিও পোস্ট করেছে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে, বিধ্বংসী মেজাজে ব্যাট করছিলেন হিটম্যান রোহিত। সামনে স্পিনারকে পেয়ে স্টেপ আউট করে ছক্কা হাঁকান। ছক্কাটি স্টেডিয়াম পেরিয়ে আঘাত করেছে রাস্তায় চলন্ত বাসে। তবে বাসের কাচ ভেঙেছে কিনা বিষয়টি ভিডিও থেকে স্পষ্ট নয়। ছক্কাটি ৯৫ মিটারের লম্বা ছিল নিশ্চিত।
১৯ সেপ্টেম্বর আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স।
রোহিতের সেই জায়ান্ট ছক্কার ভিডিওটি দেখুন-