খুনের মামলার আসামী সাকিব আল হাসান ছিলেন আগে থেকেই। এরপর এবার তার নামে ভিন্ন এক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হলো। চেক প্রতারণার মামলায় বাংলাদেশের সাবেক অধিনায়ক ও পতিত আওয়ামী লীগ সরকারের মাগুরা-২ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান এই পরোয়ানা জারি করেন। গেল ১৫ ডিসেম্বর সাকিবসহ চার জনের বিরুদ্ধে আইএফআইসি ব্যাংকের পক্ষে শাহিবুর রহমান বাদী হয়ে এই মামলা করেন।
আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে। সঙ্গে ১৮ জানুয়ারি সাকিবসহ চারজনের জন্য সমন জারি করেন। এর মাধ্যমে তাদেরকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। তখন আদালত আভাস দিয়েছিলেন, নির্দেশ অমান্য করলে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে তাদের বিরুদ্ধে। তারা নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয় রোববার।
সাকিবের বিরুদ্ধে এই মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে চেক জালিয়াতির কারণে। আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে বিভিন্ন সময় ব্যবসায়িক উদ্দেশ্যে ঋণ নিয়েছে সাকিবের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম।
বিপরীতে এই প্রতিষ্ঠানটি ব্যাংককে ২টি চেক ইস্যু করে। সেখানে টাকার পরিমাণ ছিল প্রায় ৪ কোটি ১৫ লাখ। তবে চেকের বিপরীতে পর্যাপ্ত পরিমান টাকা ছিল না ব্যাংক অ্যাকাউন্টে। যার ফলে চেক ডিজঅনার হয়।
তা থেকে মামলার সিদ্ধান্ত গ্রহণ করে ব্যাংক। এরপর সমনে সাড়া না দেওয়ার ফলে আজ তার বিরুদ্ধে জারি হলো গ্রেফতারি পরোয়ানা।
সূত্র: যুগান্তর