মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সরাদেশে রাজাকারদের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় মেহেরপুরের বেশ কয়েকজন রাজাকরে মুক্তিযোদ্ধা তালিকাতেও রয়েছেন। ওই সকল রাজাকার মুক্তিযোদ্ধাদের সনদ বাতিলসহ ভাতা বন্ধ করা হবে এবং তাদের বিরুদ্ধে মোকদ্দমা করা হবে।
সোমবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে যুদ্ধাহত মক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন জেলা প্রশাসক ।
তিনি বলেন, এখন মুক্তিযোদ্ধা যাচাই বাছায় চলছে। উপজেলা কমিটির প্রতি আমার আহবান কোন রাজাকারের নাম যদি মুক্তিযোদ্ধা তালিকায় নাম উঠে আসে তবে কমিটির কাউকে ছাড় দেওয়া হবে না। অনেক রাজাকার মুক্তিযোদ্ধা হয়ে ভাতা নিচ্ছেন, সংবর্ধনা নিচ্ছেন। এ ধরণের রাজাকারদের ভাতা এই মাস থেকে বন্ধ করা হবে। এবং এসকল রাজাকরদের বিরুদ্ধে আমি সরকারি ভাবে মামলা দায়ের করবো।
জেলা প্রশাসক মো: আতাউল গনির সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী, মুক্তিযোদ্ধা কে এম আতাউল হাকিম লাল মিয়া, ক্যাপ্টেন অব:) আব্দুল মালেক, প্রভাষক (অব:) নুরুল আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।