শশুরের টাকা কড়ি
গাড়ী বাড়ী পেয়ে
ভুলে যায় সে অতিতটাকে
ভুলে যায় সে।
সব কিছু সে সেখায়
এই সমাজে
আমি বড় হিরো
কাজের শেষে।
বউ এর কাছে যেয়ে
সে হয়ে যায় জিরো,
যৌতুক গ্রহন করীর
বউ মানে না,
কোন টাইম টেবুল
মানেনা কোন নীতি
এদেও সাথৈ গড়ে
উঠেনা মনের পীড়িতি।