টুইটারের মালিকানা নিজের করে নেওয়ার পরপরই ইলন মাস্ক জানিয়েছিলেন, টুইটারের বিভিন্ন সেবা পর্যালোচনা করা হবে। এরই ধারাবাহিকতায় এবার যৌথভাবে টুইট (টুইটারে দেওয়া বার্তা) পাঠানোর সুযোগ বন্ধ হলো টুইটারে। ‘কো টুইট’ নামের এ সুবিধা কাজে লাগিয়ে যৌথভাবে টুইট লিখে নিজেদের অ্যাকাউন্ট থেকে আলাদাভাবে পোস্ট করতে পারতেন দুজন ব্যবহারকারী। এর ফলে দুজনের অনুসারীরাই টুইটটি দেখতে পারতেন।
এক বিবৃতিতে টুইটার জানিয়েছে, আজ বুধবার থেকে ‘কো টুইট’–সুবিধা বন্ধ হয়ে যাবে। এর ফলে যৌথভাবে আর টুইট পাঠানোর সুযোগ মিলবে না। টুইটারে থাকা আগের পোস্টগুলোও এক মাসের মধ্যে মুছে ফেলা হবে।
গত বছরের জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও দক্ষিণ কোরিয়ায় ‘কো টুইট’–সুবিধা চালু করে টুইটার। পর্যায়ক্রমে সব দেশে চালুর কথা থাকলেও হঠাৎ এ সুবিধা বন্ধের ঘোষণা দিল টুইটার।
উল্লেখ্য, গত বছরের ২৭ অক্টোবর টুইটারের মালিকানা নিজের করে নেন ইলন মাস্ক। ধারণা করা হচ্ছে, ইলন মাস্ক দায়িত্ব নেওয়ার আগে টুইটারে চালু থাকা আরও কিছু সুবিধা ভবিষ্যতে বন্ধ করা হতে পারে।
সূত্র: দ্য ভার্জ