মুজিব মানে মহান নেতা
মুজিব জাতির পিতা,
গরীব দুঃখীর সবার কষ্টে
তিনিই ছিলেন মিতা।
বাংলার জন্য জীবন দিল
ঢেলে তাজা রক্ত,
বাঙালী মোরা সবাই ছিলাম
মুজিব নেতার ভক্ত।
শক্ত হাতে নিলাম তুলে
সবাই যে যার অস্ত্র,
দেশদ্রোহী যারা ছিল তারা
করল ষড়যন্ত্র।
আগস্ট মাসের পনেরো তারিখ
হলাম নেতা হারা,
এক দিন সবার বিচার হবে
পাবে নাকো ছাড়া।