জনগণের পিতা তুমি জনপ্রতিনিধি
সন্তানগুলোর রাখো না খেয়াল,
পছন্দ কর দেখতে সবসময় ওদের
দশাটা থাকে যেন বেহাল।
এই রকমেরই যদি হয় সমাজপতি
তুমি তাহলে কী ধরনের পিতা?
খেলা দেখ মজা নিতে আরাম করে
সেবা দেয়ার কেটে ফিতা?
গোলমেলে নীতির এখন রাজনীতি
হেলেদুলে – ঝুলে নাচে জনগণ!
বানরের মত যেমনটি নাচাবে পিতা
তেমনটি নাচলেই ভাগ্যবান।