মীরাক্কেল খ্যাত কৌতুক অভিনেতা আবু হেনা রনির শারীরিক অবস্থা উন্নতির দিকে। তাকে হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ) থেকে কেবিনে দেওয়া হয়েছে।
আজ শনিবার দুপুরে তাকে কেবিনে স্থানান্তর করা হয় বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।
এ চিকিৎসব বলেন, রনির অবস্থার উন্নতি হচ্ছে দ্রুতই। তিনি কথা বলছেন, গলার স্বরও ঠিক হয়ে আসছে তার। স্বাভাবিকভাবেই খাওয়া-দাওয়াও করতে পারছেন। আজকে রনিকে ড্রেসিং করা হয়েছে। তার অবস্থার উন্নতি দেখে দুপুর ২টায় তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
কেবিনে স্থানান্তর করা হলেও রনির বাড়তি যত্ন নিতে হবে বলে জানালেন এ চিকিৎসক।
ডা. এস এম আইউব হোসেন বলেন, তাকে একটু আলাদা করে রাখা হয়েছে। পরিবার ছাড়া কোনো ভিজিটর বা গণমাধ্যমের কাউকেই যেতে দেওয়া হচ্ছে না। কারও সঙ্গে কথা বলার মতো অবস্থায় এখনো আসেননি তিনি। কেউ যেন তার কেবিনে যেতে না পারে সেজন্য আনসার ও পুলিশ সদস্য রাখা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর বিকেলে গাজীপুর জেলা পুলিশ লাইনস মাঠে গাজীপুর মেট্রো পলিটন পুলিশের চতুর্থ বর্ষপূর্তির অনুষ্ঠান ও নাগরিক সম্মেলনে গ্যাস বেলুন বিস্ফোরণে গুরুতর আহত হন কৌতুক অভিনেতা আবু হেনা রনি। তিনিসহ পাঁচজন জন দগ্ধ হন।
তারা হলেন – মোশাররফ হোসেন, জিল্লুর রহমান, ইমরান হোসেন ও রুবেল হোসেন।
তাদের মধ্যে আবু হেনা রনি ও কনস্টেবল মো. জিল্লুর রহমানকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।